মুহাম্মাদ ফরহাদ মোল্লা, খুলনা প্রতিনিধি: দূর্যোগ আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিবাদ্য বিষয় নিয়ে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।
রূপসা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া তাছনিম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শিউলী মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, রূপসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্যা, সহকারী প্রোগ্রামার রেজাউল করীম।
এছাড়াও বক্তৃতা করেন, ইউআরসি ইনস্ট্রাক্টর নজিবুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোর্শেদুল আলম বাবু, রূপসা প্রেস ক্লাবের সভাপতি এস এম মাহবুবর রহমান, সাবেক সভাপতি রবিউল ইসলাম তোতা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রাজ্জাক শেখ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমুখ।। এর পূর্বে একটি শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।