সিলেটে ভয়াবহ বন্যায় ঘরছাড়া লাখো মানুষের দুর্ভোগ কমাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মীম সালমান নামে একজন আলেম।
মীম সালমান সিলেটের বন্যার্তদের জন্য কঠিনতর এই দুঃসময়ে সাধ্যানুযায়ী রান্নাকরা খাবার কলাগাছের বেলায় চড়ে দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়ে আসছেন।
খোজ নিয়ে জানা যায়, তার নিজের ঘরেও পানি উঠেছে। কিন্তু নিজের কথা না ভেবে জনগণের খেদমতে নিয়োজিত হয়ে গেছেন দেশপ্রেমিক এ সেচ্ছাসেবী আলেম।






