আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি:
ভোলা সরকারি কলেজ ভোলা সদর উপজেলার যুগিরঘোল, ভোলা- চরফ্যশন সড়ক সংলগ্ন এলাকায় অবস্থিত এটি একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এ কলেজ বরিশাল বিভাগ এর নামকরা কলেজগুলোর মধ্যে একটি।
১৯৬২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত কলেজটি ভোলা জেলার প্রাচীনতম এবং দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। ১৯৭৯ সালে জাতীয়করণকৃত এই প্রতিষ্ঠানটি “জাতীয় শিক্ষানীতি-২০১০” এর আলোকে মানসম্মত আধুনিক ও যুগোপযোগী শিক্ষার নিরন্তন প্রচেষ্টা চালিয়ে এই দ্বীপ জেলায় জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। বর্তমানে এখানে উচ্চ মাধ্যমিক ও স্নাতক ও স্নাতকোত্তরের প্রায় ৬৩২৪ শিক্ষার্থী রয়েছে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই ঐতিহ্যবাহী কলেজটিতে শিক্ষার্থীদের জন্য একটি বাস নাই। তাই প্রতিনিয়ত সকল ছাত্র-ছাত্রীর যাতায়াতে বড় সমস্যা হচ্ছে।
ভোলা জেলার বিভিন্ন উপজেলা যেমন [ চরফ্যাশন, লালমোহন,তজুমদ্দিন, বোরহানউদ্দিন, দৌলতখান,মনপুরাসহ প্রত্যন্ত অঞ্চল থেকে সাধারন ছাত্র-ছাত্রী কলেজে আসার সময় বিভিন্ন সময় বাসের হেল্পার ও সুপারভাইজারদের সাথে হাফ ভাড়া নিয়ে ঝগড়া করতে হয়!!
অনেক সময় দেখা যায় আমাদের বোনরা যৌন হারানির শিকারও হয়ে থাকে এবং অনেকের গায়ে হাত তোলা নিয়ে বিগত দিনগুলোতে একাধিক বার ঝামেলাও হয়ে গেছে, বলতে গেলে প্রতিনিয়ত ছাত্র-ছাত্রীদের’কে যুদ্ধ করে কলেজে যাতায়াত করতে হয়। অথচ ভোলা সরকারি কলেজে একটি বাস না থাকায়ই এই দূর্ভোগ বইতে হয় প্রায় প্রতিদিন। তাই যত দ্রুত সম্ভব ভোলা সরকারি কলেজের জন্য একটি হলেও বাস নির্ধারন করা চাই।
এটা শুধু আমাদের একার দাবি নয়,, এটা ভোলাবাসী সাধারন শিক্ষার্থী ও অভিবাবকদের প্রাণের দাবি।
সম্মানিত কলেজ প্রশাশনকে দৃষ্টি আকর্ষন করছি, সাথে সাথে চাইলে যে কোন কোম্পানিও স্পনসার হতেও পারে!! কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে। আশাকরি বিষয়টি নিয়ে কলেজ প্রশাসন ভাববেন।