সাইফুল ইসলাম, টাঙ্গাইল:
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। পৃথিবীর প্রত্যেক শিশু যেন ন্যূনতম জীবন যাপন করতে পারে, সেটা নিশ্চিত করার দায়িত্ব সবারই। চারাগাছ থেকে যেমন সহসাই ফুল-ফল মেলে না, সুমিষ্ট ফলের জন্য এবং সুবাসিত ফুলের জন্য চারাগাছকে যেমন অতি যত্নে লালন-পালন করে গড়ে তুলতে হয়, তেমনি শিশুদেরও যত্ন প্রয়োজন।
১৩ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫ টায় টাঙ্গাইল প্রেসক্লাব সম্মুখে জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের যথাযথ মূল্যায়ন ও শিশুশ্রম বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নকীবের টাঙ্গাইল জেলা শাখার প্রধান উপদেষ্টা ফয়সাল আহমাদ উপরোক্ত মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা মনে করি সুবিধাবঞ্চিত শিশুদের যথাযথ মূল্যায়ন না করার কারণেই আজ তারা শিক্ষার বাইরে থাকছে, মাদকাসক্ত, ভিক্ষাবৃত্তি ও বিভিন্ন অন্যায় কাজের সাথে জড়িত হচ্ছে এবং অর্থের অভাবে ঝুঁকিপূর্ণ শ্রমের কাজ করছে আর এই সমস্যার মূলে রয়েছে আমাদের জাতীয়ভাবে কোনো সমন্বিত শিশু সুরক্ষা কাঠামো না থাকা।
মাসিক নকীব পাঠক ফোরাম টাঙ্গাইল জেলার পরিচালক শেখ রাফি বিন রেজাউল এর সভাপতিত্বে ও নকীব সদস্য আল -আমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নকীব পাঠক ফোরাম টাঙ্গাইল জেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুহাম্মাদ শহিদুল ইসলামসহ নকীব পাঠক ফোরাম টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ ।
সুবিধাবঞ্চিত শিশুদের যথাযথ মূল্যায়ন ও শিশুশ্রম বন্ধের দাবিতে জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে ৫ দফা দাবি পেশ করা হয়।
১. সুবিধাবঞ্চিত শিশুদের যথাযথ মূল্যায়ন প্রদান ও শিশুশ্রম বন্ধ নিশ্চিত করতে হবে।
২. সুবিধাবঞ্চিত শিশুর শিক্ষাসহ সকল মৌলিক অধিকার প্রদান ও ব্যায়ভার রাষ্ট্রকে বহন করতে হবে।
৩. শিশু সুরক্ষা, শিশুর বিকাশ ও শিশু উন্নয়নে জাতীয় কমিশন গঠন করতে হবে।
৪. শিশু হত্যা, শিশু নির্যাতন ও শিশু ধর্ষণ বন্ধে আইনের কার্যকরী ব্যাবস্থা গ্ৰহণ করতে হবে।
৫. মাদক ও অপসংস্কৃতি রোধে ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় সাংস্কৃতিক একাডেমি তৈরি করতে হবে।