থানায় জিডি করতে বাধ্য হলেন বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম। সম্প্রতি টাঙ্গাইলের নাগরপুর থানায় এ জিডি করেন হাফেজ তাকরিমের পরিবার।
জানা যায়, হাফেজ তাকরিমের নাম এবং ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খোলা হয়েছে, যে বা যারা এই আইডি খুলেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেই থানায় জিডি করেছেন হাফেজ তাকরিমের পরিবার।
উল্লেখ্য, বাংলাদেশের খুদে হাফেজ সালেহ আহমদ তাকরিম মাত্র ১৩ বছর বয়সে বিশ্ব দরবার থেকে দেশের জন্য তিনটি বড় অর্জন নিয়ে এসেছে। এরমধ্যে পবিত্র মক্কায় ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয়, লিবিয়ায় অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সপ্তম এবং তেহরানে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।
চলতি বছরে বিশ্ব থেকে কুড়িয়ে আনা বড় এই তিনটি সাফল্যে দেশব্যাপী নানা শ্রেণি-পেশার মানুষের প্রশংসায় ভাসছেন তাকরিম।
হাফেজ সালেহ আহমদ তাকরিম ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি মাদরাসার শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক এবং মা গৃহিণী।