মুহাম্মাদ নাছির উদ্দীন, পঞ্চগড় প্রতিনিধি :
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা বেফাক সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে সাধারণত সম্পাদক এম এজাজ এর সঞ্চালনা করেন।
এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেফাক বোর্ডের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি নুরুল আমিন। প্রধান অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ নাইমুজ্জামান মুক্তা।
এছাড়াও আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ফয়জুল্লাহ, মাওলানা ইয়াসিন আলী, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল মান্নান, মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল্লাহ বলেন, নবীর আগমনের মাসে নবীর দুশমন কাদিয়ানীদের অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে।
এছাড়াও বক্তাগণ পঞ্চগড়ের কওমি মাদ্রাসাগুলোকে দুর্বার গতিতে সামনে অগ্রসর হওয়ার নানামুখী বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ করা হয়।






