ঝালকাঠির নলছিটি উপজেলার ৬ নং কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামের মোঃ কবির উদ্দিন নামে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। স্থান মুন্দিরা ডিগির গাছের নিচ থেকে উদ্ধার করেছে স্থানীয় জনতা। এলাকার বাসি লাশটি উদ্ধার করে নলছিটি থানার পুলিশকে জানায়।
উদ্ধার হওয়া লাশটি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উপজেলার সরমহল গ্রামের মৃত্যু ফজলু হাওলাদারের ছেলে কবির উদ্দিন।
নলছিটি উপজেলার (ওসি) আতাউর রহমান , লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এটি খুন কি-না তদন্ত চলছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তরের করা হবে।