আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি:
ইলিশের প্রধান প্রজনন মৌসম মা ইলিশ রক্ষায় ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। গত (৬ অক্টোবর) দিবাগত-রাত ১২ টা থেকে ২৮ শে অক্টোবর পযন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সরকারের মৎস ও প্রানী সম্পদ অধিদপ্তর।
এ সময় সকল প্রকার ইলিশ মাছ বিপনন, পরিবহন,মজুদ,ক্রয়- বিক্রয়। বাজারজাত করন সকল কিছু নিষিদ্ধ থাকবে।
মা ইলিশ রক্ষায় জেলা মৎস বিভাগের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে সে জন্য কোষ্টগার্ড, নৌ পুলিশ সহ একাধিক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
এ দিকে নিষেধাজ্ঞার কবলে পড়ে চরম হতাশায় দিন পার করছেন জেলে পল্লীর জেলেরা। মহাজনের দার-দেনা পরিশোধ না করতেই নিষেধাজ্ঞার কবলে পরে চরম অনিশ্চয়তা মধ্যে পরেছেন তারা।
ভোলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন বলেন, ৭ই অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম থাকায় এ সময় সকল প্রকার মাছ ধরা নিষেধাজ্ঞা থাকবে। তবে এ সময় পূর্ণবাসনের জন্য নিবন্ধিত জেলেদের ২০ কেজি করে চাল দেওয়া হবে।