মোঃ নুর আলম, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে বৃষ্টির ফলে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে , হতাশায় পড়েছে কৃষকরা। একদিকে শ্রমিক সংকট অন্যদিকে ভারী আবহাওয়া যেন তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
ক্ষেতের কেটে রাখা ধান ঘূর্ণিঝড় অশনি’র পানিতে ভাসছে, তাছাড়া তো নানা দিন কমবেশি পানি হচ্ছেই। ধানের দাম ও ফলন ভাল হলেও কৃষকের মুখে হাসি নেই বরং ভারী বৃষ্টি ও শ্রমিক সংকটের মুখে তারা পড়েছে চরম উৎকণ্ঠায়। এছাড়া শ্রমিক সংকটে ধান ঘরে তোলা নিয়ে এই অঞ্চলের চাষীরা পরেছে চরম দুশ্চিন্তায়।
জেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায় মাঠের পর মাঠ পাকা ধান নুইয়ে পড়েছে। অনেক জমিতে জমে থাকা পানি কেটে রাখা ধানের উপর উঠে গেছে। এতে ধানের সাথে ডুবেছে কৃষকের স্বপ্ন ও। মাঠ ভেজা ও কাদা হওয়ায় মাঠে ঢুকতে পারছেন না টিলার টলি ও ট্রাকটার। এজন্য অধিক মূল্যে শ্রমিক নিয়ে মাথায় করে আনতে হচ্ছে কৃষকের স্বপ্নের ফসল।
জেলা কৃষি বিভাগের তথ্য মতে জেলায় চলতি মৌসুমে বোরো ধানের চাষ হয়েছে ৮৯১৫০ হেক্টর জমিতে। এরমধ্যে প্রায় ৬০ ভাগ ধান কাটা হয়েছে।
জামাল মিয়া নামে এক কৃষক বলেন, একটি জন/শ্রমিকের দাম এখন হাজার টাকা অথচ আমাদের সমস্ত ধান ডুবে গেছে ,কলিয়ে গেছে। এখন আমরা শ্রমিকের টাকা দেবো কি দিয়ে ? সারের দোকানে ঋণ শোধ করব কি দিয়ে? এ বলে তিনি চরম হতাশা প্রকাশ করেন।
এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন বৃষ্টিতে ভিজে যাওয়ায় কৃষকদের গান কিছুটা ক্ষতি হবে কিন্তু যদি বৃষ্টি দীর্ঘায়িত হয় তাহলে কৃষকদের ক্ষতির মাত্রা আরো বাড়বে।






