আবুবকর সিদ্দিক, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা:
“হ্যা আমি ভাইরাল ই হতে চাই; যাতে করে প্রধানমন্ত্রীর নজরে আসি; তার সাথে স্বাক্ষাতের সুযোগ পাই!
প্রেজেন্ট নিউজের জবাবে ; বাবু।”
মোঃ মাসুম পারভেজ বাবু। মেহেরপুরের সদরের বড় বাজার এলাকার একজন ব্যবসায়ী। গতকাল মেহেরপুর প্রেস ক্লাবে সাংবাদিকদ সম্মেলনের মধ্য দিয়ে মেহেরপুর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন।
মেহেরপুর জেলা পেরিয়ে চুয়াডাঙ্গা জেলার মধ্য দিয়ে পদযাত্রা কালে প্রেজেন্ট নিউজের জেলা প্রতিনিধি আবুবকর সিদ্দিক তার সাথে স্বাক্ষাত করেন।
তিনি প্রেজেন্ট নিউজকে জানান, ১০ বছর যাবত অত্যন্ত অসুস্থ ছিলেন তিনি। মেহেরপুর জেলার প্রতিমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা ও নিজ অর্থায়নে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থতা লাভ করেন তিনি। তারপর থেকে সুস্থ জীবন পাওয়ায় তিনি মানত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে স্বাক্ষাত করবেন! কিন্তু স্বাভাবিক ভাবে যানবাহনের মাধ্যমে গেলে অবমূল্যায়ন হতে পারেন এজন্য তিনি পায়ে হেঁটে ৩০০ কিলোমিটার পাড়ি দিতে চান যাতে তিনি ভাইরাল হন আর এটার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে গুরুত্ব পান।
ভাইরাল হওয়া প্রসঙ্গে প্রেজেন্ট নিউজ প্রশ্ন করলে তিনি আরো বলেন “হ্যা আমি ভাইরাল ই হতে চাই;যাতে করে প্রধানমন্ত্রীর নজরে আসি;তার সাথে স্বাক্ষাতের সুযোগ পায়”!