ডেমরার ৬৬ নং ওয়ার্ডে বামৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘাসফুল সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বামৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাকির হোসেন মোল্লা, সহকারী শিক্ষক জনাব গোলাম মোস্তফা ও ঘাসফুল সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম ও কার্যনিবাহীর সদস্য মোঃ লায়েছ।
সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক সালে আহমেদ বলেনঃ শিক্ষার্থীদের মাঝে ধারাবাহিকতা বজায় রাখতেই খাতা ও কলম বিতরণ; আমরা এ ধারা ভবিষ্যতে ও চলমান রাখবো যাতে করে শিক্ষার্থীরা লেখাপড়ায় উদ্বুদ্ধ হতে পারে।






