মোঃ মাহমুদ, প্রতিনিধি মনোহরদী উপজেলা:
নরসিংদী জেলার, মনোহরদী চন্দনবাড়ি এলাকায় প্রকাশ্যে এক কলা বাগানের প্রায় তিন শতাধিক গাছ কেটে ফেলছে দূর্বৃত্তরা। মনোহরদী পৌরসভার চন্দনবাড়ি ৩নং ওয়ার্ড এলাকায় গতকাল রবিবার আনুমানিক সকাল ১০ টায় ঘটনাটি ঘটে। খেতের মালিক রফিকুল ইসলাম জানান, তার স্ত্রী এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কৃষক রফিকুল ইসলাম বাড়ির পাশে জমিতে এক বিঘা কলাগাছ চাষ করেন এবং একমাস পরে কলা বাজার জাত করার কথা থাকলে দূর্বৃত্তরা ধারালো দা দিয়ে সবগুলো কলা গাছ কেটে নষ্ট করে দেয়। বাগানের মালিক রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত তার প্রতিবেশী ইব্রাহিমের সাথে তাদের পারিবারিক বিরোধ চলতে থাকে।
হঠাৎ এর সূত্র ধরে গতকাল সকাল ১০ দিকে ইব্রাহিম এবং মাহবুব এর নেতৃত্বে কলা গাছ গুলো কেটে ফেলে। এতে ধারণা করা হয় প্রায় ৬ লক্ষ্য টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
রফিকুল আরো বলেন, গাছ গুলো কাঁটার সময় তার স্ত্রী বাঁধা দিতে গেলে তাকেও উল্টা ধাওয়া করে। যারা এই ঘটনার সাথে জড়িত ছিলেন সবাইকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি করেছেন জমির মালিক রফিকুল ইসলাম।
অভিযুক্ত ইব্রাহিমের স্ত্রী বুলি বেগম কলা গাছ কাঁটার ব্যপারে স্বীকার করেন এবং বলেন, ওয়ারিশ সূত্রে রফিকুলের কাছে জমি পায়, জমি বুঝিয়ে না দেয়ার ঘটনাটি ঘটান।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন প্রেজেন্ট নিউজ কে জানান, এটা তাদের পারিবারিক ঘটনা, আমরা অতিদ্রুত এটা মিমাংসা করে দিব।