প্রায় এক বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় আগে থেকেই তিনি ছিলেন শীর্ষে।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
গত সপ্তাহে র্যাঙ্কিংয়ে ২৫২ রেটিং নিয়ে শীর্ষে ছিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। তবে এশিয়া কাপের ব্যর্থতাই তাকে এ ধাপ নিচে নামিয়ে এনেছে। শীর্ষে উঠে গেছেন সাকিব।
নবী এশিয়া কাপে খেলা ৫ ম্যাচের ৪ ইনিংসে ব্যাট করে রান করেছেন মাত্র ১৬। অন্যদিকে বল হাতে নিয়েছেন ৩ উইকেট। এমন পারফরম্যান্স তার রেটিং কমেছে ৬। ২৪৬ পয়েন্ট নিয়ে নেমে গেছেন তালিকার দুই নম্বরে।
অন্যদিকে এশিয়া কাপে আহামরি কিছু না করলেও রেটিং ধরে রাখার মতো পারফরম্যান্স করেছেন সাকিব। ২ ম্যাচে ব্যাট হাতে ৩৫ রানের পাশাপাশি, বল হাতে নিয়েছেন ১ উইকেট। এর আগের প্রকাশিত র্যাঙ্কিংয়ের ২৪৮ রেটিং ছিল সাকিবের।
ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে দীর্ঘদিন ধরেই এক নম্বরে অবস্থান করছেন সাকিব। সেখানে তার রেটিং ৩৭২ পয়েন্ট। এছাড়া টেস্টে ৩২৮ রেটিং নিয়ে সাকিবের অবস্থান চতুর্থ। এই ফরম্যাটে সাকিবের সামনে রয়েছেন রবিন্দ্র জাদেজা (৩৮৪), বেন স্টোকস (৩৬২) ও রবিচন্দ্রন অশ্বিন (৩৩৫)।