মিনহাজ আবেদিন, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগে বঙ্গবন্ধু কর্নার ও প্রফেসর ড. মুহাম্মদ শফিকুল্লাহ স্মৃতি কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের ৪র্থ তলায় সেমিনার লাইব্রেরীতে বঙ্গবন্ধু কর্নার এবং একই ভবনের ২য় তলার ২০১ নম্বর কক্ষে কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার
বিভাগীয় সভাপতি অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
বাংলাদেশে ইসলামি শিক্ষার ইতিহাসে যে সকল মনীষী অনন্য অবদান রেখেছেন তন্মধ্যে ড.মুহাম্মদ শফিকুল্লাহ্ অন্যতম। শিক্ষক, গবেষক, লেখক ও সুবক্তা হিসেবে পরিচিত। ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন।এবং ১৯৯০ সালে আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তারপর ১৯৭৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিষয়ে প্রভাষক,১৯৭৮ সালে আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক, ১৯৮৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও সভাপতি, ১৯৯১ সালে পুনরায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের সহযোগী অধ্যাপক ও ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৪৭ সালের ০১ মার্চ তিনি জন্ম গ্রহণ করেছিলেন এবং ২০১১ সালের ২৭ মে তাঁর জীবনাবসান হয়। বিভিন্ন বিষয়ে তাঁর বহু গ্রন্থ রচিত হয়েছে। মুহাম্মদ শফিকুল্লাহ বাংলা, আরবি, উর্দূ, ফার্সি ও ইংরেজি ভাষায় দক্ষ ছিলেন।
বঙ্গবন্ধু কর্নারটিতে বঙ্গবন্ধু, তার পরিবার ও মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট শতাধিক বই সংযোজিত করা হয়েছে। আরও নতুন দুটি বই (বঙ্গবন্ধুর ভাষণে ইসলামি ভাবধারা ও বঙ্গবন্ধুর রচনাবলিতে ধর্মীয় চিন্তাধারা) সংযোজন করা হয়েছে যেগুলো বিভাগটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমানের লেখা।
কম্পিউটার ল্যাবে নতুন ০৭ টি কম্পিউটার সংযোজন করা হয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী এ সংখ্যা আর বাড়ানো হবে বলে জানিয়েছে বিভাগটির সভাপতি।