মোঃ তারেক মাহমুদ, লক্ষ্মীপুরঃ
দীর্ঘ ১৯ বছর পর লক্ষ্মীপুর পৌর ও সদর থানা আওয়ামী লীগের সম্মেলন আজ বুধবার ১১ মে শহরের এন আহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে উদ্বোধনী বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার স্বপ্ন বিএনপির দুঃস্বপ্ন হবে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। এসব হুমকি দিয়ে কোনো লাভ হবে না। মাথায় রাখতে হবে- এটা বাংলাদেশ, শ্রীলঙ্কা নয়।
তিনি আরো বলেন, রাজনীতি করেন, গনতান্ত্রিক পদ্ধতিতে করেন। নির্বাচনে অংশগ্রহণ করেন, যদি জনগন রায় দেয় তাহলে স্বপ্ন দেখতে পারেন।
শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই। শ্রীলঙ্কার দুরবস্থা ছিল, তারা দেউলিয়া হয়ে গেছে। আর বাংলাদেশ সমৃদ্ধশালী হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর প্রবৃদ্ধির হার বাড়ছে। বাংলাদেশ নিয়ে আপনাদের দুঃশ্চিন্তা করার দরকার নেই।
উক্ত সম্মেলনে লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ মনোনীত হন।
পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক এ্যাড.জহির উদ্দিন বাবর মনোনীত হন।
তখন আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ শাহজাহান, আওয়ামী লীগ নেতা এম আলাউদ্দিন, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, এম এ মমিন পাটওয়ারী,মিজানুর রহিম, সামছুল ইসলাম পাটওয়ারী ও প্রমুখ নেতৃবন্দ।