সাইফুল ইসলাম, টাঙ্গাইলঃ আগামী ১০-২১ সেপ্টেম্বর সৌদিআরবের পবিত্র মক্কায় ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এবছর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিতে মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার মেধাবী ছাত্র হাফেজ সালেহ আহমদ তাকরিম আগামীকাল শুক্রবার জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
তার সফর সঙ্গী হিসেবে মারকাযু ফয়জিল কোরআনের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুনও রয়েছেন।
গত মে মাসে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত বাছাই প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে একমাত্র প্রতিযোগী হিসেবে সালেহ আহমদ তাকরিম নির্বাচিত হন।
উল্লেখ্য, সে ইরানের তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি লিবিয়ায় অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায়ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সে সকলের কাছে দোয়া প্রার্থী।






