ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপর দিয়ে ড্রোন উড়িয়েছে আমেরিকা। এই ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমেরিকার এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক নিয়ম এবং দোহা চুক্তির পরিপন্থী। আমরা মার্কিন প্রতিনিধি দলের সাথে বহুবার কথা বলেছি এবং আমরা জোরালো আহ্বান জানিয়েছি আফগান আকাশসীমা লঙ্ঘন না করতে। অথচ তারা সেটি মানছেন না।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের বার্ষিক কার্যক্রমের বিবরণ প্রদানের জন্য ডাকা একটি সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে আফগান পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মাওলানা আমির খান মুত্তাকি বলেন, আল-কায়েদার প্রধান আইমান আল-জাওয়াহিরী হত্যার বিস্তারিত তথ্য বা প্রমাণ এখনো দিতে পারেনি আমেরিকা।
তিনি বলেন, জাওয়াহিরী হত্যার ব্যাপারে আমেরিকা আমাদের প্রমাণ দেয়নি বা আমাদের তদন্তও এখনো শেষ হয়নি। নিযুক্ত প্রতিনিধি দল এখনও এ বিষয়ে চূড়ান্ত ফলাফলে পৌঁছাতে পারেনি।
এসময় কাবুলে ভারতীয় কূটনীতিকদের প্রত্যাবর্তনকে “খুব ভালো পদক্ষেপ” বলে অভিহিত করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী।
সূত্র : টোলো নিউজ






