চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উজিরপুর এলাকা থেকে সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান প্রকাশ গাজী আলভী (২৩) ও তার সহযোগী আশরাফুল ইসলাম প্রকাশ শাওন (২২)।






