পর্দা উঠলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৩৬তম ফোবানা সম্মেলনের। তিন দিন ব্যাপি এই উৎসবের উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত আবৃত্তি শিল্পী ড.ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও নৃত্যশিল্পী লায়লা হাসান।
একুশে পদক প্রাপ্ত আবৃত্তি শিল্পী ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় বলেন, ” এই যে ছোট ছোট শিশুরা তারা বাংলা ভাষায় নাচ করছে, গান করছে; হয়তো ভাষা বুঝছে না পুরোপুরি,তবুও তারা আমাদের কৃষ্টি-সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে, এটাই প্রাপ্তি”।






