মো সাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার ২৫ এপ্রিল শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে আই.এ.বি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন নওগাঁ জেলার সভাপতি মুহা ফরহাদ আলম এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় শূরা সদস্য নাইম হাসান।
আলোচনা সভার আগে বাসস্ট্যান্ড এলাকায় সকল শ্রেণি-পেশার মানুষকে সুন্নতসামগ্রী যেমন আতর,টুপি, মেসওয়াক,তশবী বিতরণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রমজান মাস ত্যাগের মাস, ত্যাগের মাধ্যমে আত্মশুদ্ধি হয় আর ত্যাগের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা যায়,ইসলামী হুকুমমত প্রতিষ্ঠিত করতে হলে ত্যাগের বিকল্প নেই। পরিশেষে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্যদের ত্যাগী হওয়ায় আহবান জানান।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলার সভাপতি মাস্টার মুহা আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক মুহা শহিদুল ইসলাম , ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলার সহ-সভাপতি মুহা আশরাফ আলী ও সাধারণ সম্পাদক মুহা মাসুদ রানা সহ সংগঠনির নেতাকর্মীরা।