ক্যারি অন বহাল এবং সিজিপিএ বাতিলের দাবিতে কুষ্টিয়া মেডিকেল কলেজে প্রতিবাদ।
মেডিকেল শিক্ষার্থীদের বিষফোড়া খ্যাত সিজিপিএ বাতিলের দাবিতে এবং ক্যারিঅন বহালের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা এ প্রতিবাদ সমাবেশ করেছে।
শিক্ষার্থীদের মধ্যে এমাজ বিন আলমগীর সিজিপিএ বাতিলের যৌক্তিক কারণ উপস্থাপন করেছেন। স্বাধীনতা পরবর্তী ৫০ বছর যদি সিজিপিএ বিহীন মেডিকেল সিস্টেম চলমান থাকতে পারে তবে এখন কেন সিজিপিএ চালু হবে এই প্রশ্ন তোলেন।আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহনের কথা অযৌক্তিক বলেও দাবি করেন। সারাবিশ্বে যখন অবজেক্ট অরিয়েন্টেড এক্সাম, সিনারিও বেজড এক্সাম, এমসিকিউ চলে তখন কেন ভাইভা দিয়ে সিজিপিএ চলবে?এতকাল সিজিপিএ বাদে দেওয়া রেজাল্টে আমরা বিদেশে পড়তে যায় নি?
এছাড়াও বক্তব্য দেন খালিদ হোসাইন। ক্যারিঅন সিস্টেম বহালের দাবি তোলেন তিনি। এটা না থাকলে মানসিক চাপ, আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে বলে মন্তব্য করেন।এতদিন ক্যারি অন সিস্টেমে যারা ডাক্তার হলো তারা কি ভালো ডাক্তার নন? বিএমডিসি,স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এর বর্তমান কারিকুলাম পরিবর্তনের কড়া সমালোচনা করেন। অতিশীঘ্র ক্যারি অন বহাল করে প্রজ্ঞাপন জারি করার অনুরোধ করেন সকলে।
সবশেষে এ মেডিকেল এর একাদশ ব্যাচের কেন্দ্রীয় সিআর সৌমিক সাহার নেতৃত্বে সকলে স্লোগান দেয় ন্যায্য দাবির পক্ষে।ন্যায্য দাবি দ্রুত মেনে না নিলে পরবর্তীতে সকল মেডিকেল কলেজ এর সাথে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা করা হবে।
অন্যান্যের মধ্যে সৌমিক সাহা, নাহিদ তুর্য্য,নুসরাত মাইশা,নিঝুম হায়দার,জায়মা হোসেন,তাসাদ্দিক তানজিম, সুরাইয়া বক্তব্য রাখেন।






