চীনে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন প্রকাশিত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে উইঘুর মুসিলমরা। সেই সাথে বেইজিংয়ের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
বুধবার (৩১ আগস্ট) তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন।
বেইজিংয়ের বিরুদ্ধে শিনজিয়াং প্রদেশের সংঘ্যালঘু সম্প্রদায়গুলোর ওপর সাম্প্রদায়িকতাবিরোধী কর্মসূচির নামে ব্যাপক নির্যাতনের যে অভিযোগ আছে তার গ্রহণযোগ্য ভিত্তি রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। অঞ্চলটিতে মানবতাবিরোধী অপরাধ ঘটে থাকার আশঙ্কার কথাও জানায় সংস্থাটি। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান মিশেল ব্যাচেলেটের মেয়াদ শেষ হওয়ার ঠিক ১৩ মিনিট আগে এ প্রতিবেদন দেওয়া হয়।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন প্রকাশিত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে উইঘুর সম্প্রদায়। শিনজিয়াং প্রদেশে নির্যাতনের শিকার অনেকেই বলছেন তাদের অধিকার রক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ।
উইঘুর মুসলিমদের একজন বলেন, জাতিসংঘ আমাদের অধিকার সমুন্নত রাখতে কাজ করছে। এটা আমাদের জন্য অনেক ভালো একটি খবর। আমার মতো নির্যাতনের শিকার অনেকেই এই প্রতিবেদনের কারণে উপকৃত হবেন। আমি নিজেকে এখন চীনের নাগরিক মনে করিনা। তবে এখনো আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়।






