শোক দিবসের এক অনুষ্ঠানকে ঘিরে রীতিমতো উত্তপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাস। গত কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে ক্যাম্পাসে চলছে উত্তেজনা। এরই মধ্যে বুয়েটের বর্তমান শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যসহ নানা কর্মসূচি দেওয়া হয়েছে। এই উত্তেজনার মাঝেই জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৫ আগস্ট) সকালে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ওই শ্রদ্ধা জানানো হয়।
পরে বুয়েট শিক্ষার্থীদের ফেসবুক পেজ ‘বুয়েটিয়ানে’ শ্রদ্ধা নিবেদনের ছবিও পোস্ট করা হয়। এতে গত কয়েকদিন ধরে বুয়েটের কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বেশ কয়েকজন শিক্ষার্থীকে দেখা গেছে।
ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে বলা হয়, বুয়েটে শোক দিবসের অনুষ্ঠানের বিরোধিতা করার যে অভিযোগ করা হচ্ছে সেটা ভিত্তিহীন। অনুষ্ঠান পরবর্তী সময়ে তারা রাজনীতি নিষিদ্ধের মধ্যেও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের ব্যানারে কর্মসূচি পালন করায় এর বিরোধিতা করা হয়েছে। এছাড়া বুয়েটে রাজনীতি নিষিদ্ধের পরও এতদিন শোক দিবস পালন হয়ে আসছে বলেও এতে উল্লেখ করেন শিক্ষার্থীরা।