ব্যাট হাতে একের পর এক সফলতা বয়ে আনছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ এ ব্যাটার এবার পেলেন আরেকটি সুসংবাদ। গতকাল পাকিস্তানের ৭৫তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন তিনি।
স্বাধীনতা দিবসে বাবর ‘সিতারা-ই-পাকিস্তান’বা ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পুরস্কারে ভূষিত হয়েছেন। এটি পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে সিতারা-ই-পাকিস্তান পুরস্কার জিতলেন এ ডানহাতি ব্যাটার।
আসন্ন এশিয়া কাপের আগে এমন সম্মাননা পেয়ে রীতিমত উচ্ছ্বসিত বাবর আজম। অপরদিকে নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফকে তমঘা-ই -পাকিস্তান সম্মাননায় ভূষিত করা হয়েছে। পাকিস্তানের অন্ধ ক্রিকেটার মাসুদ জান পাবেন ‘প্রাইড অব পারফরম্যান্স’ পুরস্কার। সাহিত্যে পাকিস্তানের সর্বোচ্চ এই জাতীয় পুরস্কারের অফিশিয়াল নাম ‘প্রেসিডেন্সিয়াল প্রাইড অব পারফরম্যান্স’।
আগামী বছর ২৩ মার্চ ‘পাকিস্তান ডে’তে তিন ক্রিকেটারের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক টুইটার বার্তায় জানিয়েছে, ‘পাকিস্তানের ৭৫তম স্বাধীনতা বার্ষিকীতে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হওয়ায় পাকিস্তান পুরুষ দলের অধিনায়ক বাবর আজম, নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ এবং মাসুদ জান (দৃষ্টিহীন ক্রিকেটার)-কে অভিনন্দন জানাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।’
পাকিস্তান ক্রিকেট দল নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের পর এশিয়া কাপে ২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে।