মো সাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীর নিহত হয়েছেন। শনিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফয়েজ উদ্দিন কোল্ডস্টরের পাশে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ।
নিহতরা হলেন—জেলার মান্দা উপজেলার কুলিহার এলাকার শিমুল (৩০) ও তার স্ত্রী জিনিয়া খাতুন (২৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বেলা ১২টার দিকে তারা নিজ বাড়ি থেকে এক প্রাইভেটকার নিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে এক ট্রাক্টরকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি পাশের এক খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এখনো ওই পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।