ধর্মহীনতার চর্চা মুসলিম যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক ডিন ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান।
তিনি বলেন, মাদকাসক্তি, লাগামহীন যৌনাচারসহ বিভিন্ন নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ড পশ্চিমা সমাজকে চরমভাবে কলুষিত করেছে। মুসলিম সমাজ ব্যবস্থায়ও কালের বিবর্তনে পশ্চিমা সভ্যতা সংস্কৃতির বাতাস প্রবাহিত হচ্ছে। ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতা চর্চায় তথাকথিত মুসলিম নামে কিছু পশ্চিমা তাবেদাররা পবিত্র সমাজ ব্যবস্থাকে কলুষিত করেছে ।
বৃহস্পতিবার (১১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে যুব উন্নয়ন সংসদ ঢাকা আয়োজিত, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘দক্ষ ও নৈতিকতা সম্পন্ন যুব শক্তিই উন্নয়নের অন্যতম মাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রকৃত অর্থে ধর্মহীনতা চর্চা মুসলিম যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। তা থেকে বাংলাদেশ ও মুক্ত নয়। এ অবস্থায় দক্ষ ও নৈতিকতায় উত্তীর্ণ একটি যুব শক্তিই হতে পারে আমাদের মুক্তির পূর্বশর্ত। বর্তমান বিশ্বের দিকে তাকালে যুব সমাজের অধঃপতন চোখে পড়ার মতো। পশ্চিমা বিশ্বে নিঃসন্দেহে দক্ষতার বিকাশ ঘটেছে এবং বিজ্ঞান প্রযুক্তিতে সাফল্য লাভ করেছে। পাশাপাশি তাদের ব্যক্তি ও সমাজ জীবন কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে।
দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে ও আবদুস সাত্তার সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, ডা. মোয়াজ্জেম হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ড.গোলাম রহমান, পরিবেশ ও সমাজ কর্মী ড. হেলাল উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমান প্রমুখ।
1 thought on “‘ধর্মহীনতার চর্চা যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে’”
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ কেমন আছেন ভাইয়া?
ভাইয়া আজকে দেশের অশ্লীল মিডিয়া গুলো শুধু সরকারের গোলামী করছে যার কারণে তারা সত্য সংবাদ বিশ্বের সামনে তুলে ধরছে না,
অতএব আপনাদের কে এগিয়ে আসতে হবে দিনরাত 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে সবার কাছে সংবাদ পৌঁছে দিতে হবে,
সত্য সবসময় জাতির সামনে তুলে ধরবেন বলে আশাবাদী