বেটউইনার নিউজের সাথে চুক্তি বাতিল না করলে সাকিব আল হাসানের বিষয়ে কঠিন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, দলে জায়গা হবে না, এমনকি সাকিবের সাথে কোনো সম্পর্কও থাকবে না বিসিবির।
এশিয়া কাপের দলে সাকিব থাকবেন নাকি বাদ পড়বেন? দেশের ক্রিকেট পাড়ায় জোরালো হচ্ছিল এমন প্রশ্ন।
এমন পরিস্থিতিতে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন বিসিবির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে।
বৈঠকের পর বোর্ড সভাপতি গণমাধ্যমকে বলেন, ‘সাকিবকে চিঠি দেয়া হয়েছে। সে এখনো উত্তর দেয়নি। তবে আজকের মধ্যেই এ ব্যাপারে আমাদেরকে জানানোর কথা রয়েছে। তারপর আমরা সিদ্ধান্ত নেবো।’
কয়েক দিন আগেই বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের সাথে আনুষ্ঠানিক চুক্তি করেন সাকিব। এ নিয়ে ফেসবুকে আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। যেটি সংগতভাবেই ভালোভাবে নেয়নি বিসিবি। বেটিং নিয়ে রয়েছে বিসিবির নিষেধাজ্ঞা। বাংলাদেশের আইনেও বেটিং নিষিদ্ধ।