শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি:
বন্ধের আড়াই বছর পর খুলনার রূপসা-ফুলতলা রুটে ফের চালু হয়েছে ‘নগর পরিবহন’ (টাউন সার্ভিস)।
খুলনা মোটর বাস মালিক সমিতি এ উদ্যোগে সোমবার (১ আগষ্ট) সকালে খুলনার ফুলতলা বাসস্ট্যান্ড থেকে রূপসা ঘাট পর্যন্ত ‘নগর পরিবহন’ চলাচল শুরু হয়।
এদিকে, খুলনা নগরে ফের ‘নগর পরিবহন’ চালু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এ রুটের যাত্রীরা বলছেন, স্বল্প সময় আর স্বল্প খরচেই যাতায়াত করা যাবে।
খুলনা মোটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবর রহমান বলেন, দীর্ঘ আড়াই বছর পর রূপসা-ফুলতলা রুটে ‘নগর পরিবহন’ চালু করেছি। ৩০ মিনিট পরপর বাস চলবে। প্রাথমিকভাবে ৫-৬টি বাস দিয়ে ‘নগর পরিবহন’ চালু করা হয়েছে। প্রতিটি বাসের সিট সংখ্যা ৪০ থেকে ৪৮। প্রয়োজন হলে আরও বাস নামানো হবে।
তিনি বলেন, রূপসা থেকে ফুলতলা পর্যন্ত সাধারণ যাত্রীদের কাছ থেকে ৩০টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই রুটে নগর পরিবহন চলাচলের জন্য ফুলতলা থেকে দৌলতপুর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ১০টাকা এবং সাধারণ যাত্রীদের জন্য ১৫টাকা নির্ধারণ করা হয়েছে।
নগর পরিবহনের চালক রুবেল বলেন, প্রথম দিন তাই যাত্রী একটু কম। দুই একদিন গেলে কাঙ্খিত যাত্রী পাওয়া যাবে। এজন্য প্রচার প্রচারণা ও বাস বাড়াতে হবে।
লুৎফুন্নাহার পলাশী নামে একজন যাত্রী বলেন, ‘নগর পরিবহন’ চালু হওয়ায় ভীষণ খুশি যাত্রীরা। আমিও বেশ খুশি প্রথম গাড়ির যাত্রী হতে পেরে।
জানা গেছে, বর্তমানে খুলনার ফুলতলা থেকে রূপসা ঘাট পর্যন্ত মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া জনপ্রতি ৬০-৭০ টাকা, যা নগর পরিবহনে ছিল ২০ থেকে ২৫ টাকা। এসব ভোগান্তি ও ভাড়া বৈষম্যের শিকার হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত যাত্রীরা।
নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব বলেন, বহুল প্রতীক্ষিত খুলনায় ‘নগর পরিবহন’ চালু হয়েছে। এতে স্বল্প আয়ের মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীরা অল্প খরচে যাতায়াত করতে পারবে। আমরা দীর্ঘদিন ধরে ‘নগর পরিবহন’ চালুর দাবি জানিয়ে আসছিলাম। আমাদের দাবি বাস্তবায়ন হয়েছে।






