সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:বুধবার (১৬ অক্টোবর ২০২৪) বেলা ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শহিদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীরা ফ্যাসিস্টের দোসর বিচারপতিদের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “জুলাই অভ্যুত্থানে শহিদদের রক্ত দাগ এখনো শুকায়নি। অথচ গতকাল হাইকোর্টে খুনি ফ্যাসিস্টদের পক্ষে একদল আইনজীবীকে স্লোগান দিতে দেখা যায়। তাদের এই আস্পর্ধা আমাদের আশ্চর্য করে। খুনি হাসিনার দোসর বিচারপতিদের ইন্ধনে ফ্যাসিস্টদের দেশে পুনর্বাসন করা হচ্ছে। আমার শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকতে এটা মেনে নিতে পারি না। অবিলম্বে খুনির দোসর এসব বিচারপতির পদত্যাগ নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।”
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী অন্তর শফিউল্লাহ বলেন, “অভ্যুত্থানের দুই মাস অতিবাহিত হলেও জুলাই-আগস্ট গণহত্যার কোনো বিচার আমরা এখনো পাইনি। অথচ ফ্যাসিস্টদের পুরোদমে পুনর্বাসন চলছে। যাদের ছত্রছায়ায় এসব চলছে তাদেরও বিচার করতে হবে। সাথে দ্রুত ফ্যাসিবাদের দোসর বিচারপতিদের অপসারণ করতে হবে।”
এসময় শিক্ষার্থীদের হাতে “আবু সাইদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”, “ফ্যাসিবাদের দোসর বিচারপতিদের পদত্যাগ চাই”, “যাদের রক্তে ঘুমাও তুমি, তাদের খুনি মুক্ত কেন?” প্রভৃতি প্ল্যাকার্ড দেখা যায়।