গত ১২ আগস্ট ২০২৪ শিক্ষার্থীদের গণদাবীর মুখে পদত্যাগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি। ভিসি ছাড়া এক মাস অতিবাহিত হলেও নিয়োগ পাননি নতুন কেউ। অভিভাবকহীনতায় অচলবস্থায় পড়ে যায় দেশের প্রথম সারির এই ক্যাম্পাস, শিক্ষার্থীরা হয়ে ওঠে বিরক্ত।
বুধবার (১১ সেপ্টেম্বর ২০২৪) বেলা ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দ্রুত ভিসি নিয়োগের দাবীতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে আলাদা। অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়ার আগেই চবিতে নিয়োগ দিতে হবে। দেরী করলে আমরা কঠোর কর্মসূচীতে যেতে বাধ্য হবো। আর নতুন ভিসির ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ থাকতে পারে। কিন্তু, সেই ব্যক্তিগত আদর্শ আমাদের ওপর চাপিয়ে দিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা তা মেনে নিবে না।”
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ সোহানুর রহমান সোহান বলেন, “ড. ইউনূস স্যার এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক ছিলেন। তিনি চবির সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন। চবির কোন শিক্ষকের কেমন যোগ্যতা, সেটাও তার জানা থাকার কথা। আমরা আশা রাখি, তিনি আমাদের হতাশ করবেন না।”