বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম মাঙ্কিপক্স। দেশ থেকে দেশে দ্রুত এর বিস্তার ঘটছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশে এই রোগে আক্রান্ত কাউকে শনাক্ত করা যায়নি। কিন্তু তাই বলে নিশ্চিন্ত হয়ে বসে থাকার সুযোগ নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, যে কোনো মুহূর্তে দেশে ভাইরাসটি প্রবেশের শঙ্কা রয়েছে।
আজ শনিবার (৩০ জুলাই) বিএসএমএমইউ-এর শহীদ ডা. মিলন হলে মাঙ্কিপক্স নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কার কথা জানান তিনি। শারফুদ্দিন আহমেদ বলেন, করোনাভাইরাস চীন হয়ে ইতালি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল। মাঙ্কিপক্সের বেলায় একই ঘটনা ঘটতে পারে। তাই দেশের সব প্রবেশপথে সতর্কতা জারি করতে হবে।
বিএসএমএমইউ ভিসি আরও বলেন, ইতোমধ্যে কয়েকটি দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকালই ব্রাজিলে এই রোগে আক্রান্ত হয়ে দুজন মারা গেল। পরিস্থিতি খুব একটা ভালো মনে হচ্ছে না। তাই বিমানবন্দরে সামান্য পাহারা বসিয়েই দায়িত্ব শেষ করা যাবে না। এর সঙ্গে সতর্কতা অবলম্বন করতে হবে স্থলপথের প্রবেশপথেও।