ঈশা খাঁ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ একটি তেলের পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১২ মার্চ মঙ্গলবার আনুমানিক বিকেল ৫ টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজারের সিএনজি স্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ইফতারের ঘন্টা খানেক আগে একটি গাড়িতে থেকে তেল আনলোড করার সময় হঠাৎ আগুন লাগা দেখতে পায় চালক হেলপার। তারপর মুহুর্তের মধ্যেই সেই আগুন পুরো পাম্পে ছড়িয়ে পড়ে পাশে থাকা দুইটি ট্রাক্টর পাম্পের ভিতরে থাকা একটি ট্রাক, পাশের ছোট একটি সিএনজি রাখা ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
পরে স্থানীয়রা ধুনট ফায়ার সার্ভিস টিমকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে বগুড়া ও গাবতলী থেকে আরও দুটি ইউনিট এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।