টাঙ্গাইল প্রতিনিধি: আজ ১ জানুয়ারি দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই উৎসব পালিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় বই উৎসব পালন করেছে টাঙ্গাইলের নাগরপুরে প্রতিষ্ঠিত বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত মাদরাসাতুল কারীম সহবতপুর। সোমবার সকালে শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষা বর্ষের নতুন বই তুলে দিয়েছে মাদরাসাতুল কারীম সহবতপুর-এর পরিচালক হাফেজ মাওলানা মুফতি আব্ রাজ্জাক।
এ সময় মাদরাসা পরিচালক মুফতি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আমরা প্রায় অর্ধশত শিক্ষার্থীর হাতে নতুন শিক্ষা বর্ষের নতুন বই তুলে দিতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি।
এর আগে গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার অত্র মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় আয়োজিত এক অনুষ্ঠানে উক্ত মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক, এবং মাদরাসার উস্তাদগনের উপস্থিতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরুষ্কার তুলে দেন মুফতি সাইফুল ইসলাম৷
ফলাফল:
শিশু শ্রেণীতে ১ম হয়েছে ফাতেমা খানম, ২য় মাহিম এবং ৩য় স্থান অর্জন করেছেন ফাহাদ।
১ম শ্রেণীতে ১ম হয়েছে খালিদ সাইফুল্লাহ, ২য় উম্মে হাবিবা এবং ৩য় স্থান অর্জন করেছেন মাজিদুল ইসলাম। ৩য় শ্রেণীতে ধারাবাহিকভাবে তায়েবা এবং হিফজ বিভাগে রাহাত দেওয়ান কৃতকার্য হয়।