ফেনী প্রতিনিধি : চলমান শিক্ষা কারিকুলাম বাতিলের দাবীতে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ১ জানুয়ারি ‘২৪ ইং সোমবার দুপুরে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী শহর শাখা ও সদর থানা শাখার উদ্যোগে শহর সভাপতি আবু সাঈদ আশিক-এর সঞ্চালনায় এবং সদর থানা সভাপতি মীর হোসাইন হৃদয়-এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার অর্থ ও কল্যাণ সম্পাদক নাদের চৌধুরী উক্ত মন্তব্য করেন।
এসময় বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার প্রকাশনা ও দফতর সম্পাদক আরাফাত হোসেন, ফেনী কলেজ শাখা সভাপতি সাইফুল ইসলাম, কলেজ শাখা সাধারণ সম্পাদক আব্দুল মুহাইমিন তাজিম।
প্রধান অতিথি নাদের চৌধুরী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। বারবার শিক্ষা কারিকুলাম পরিবর্তনের কারণে অভিভাবক-সমাজ চিন্তিত। নতুন কারিকুলামে ধর্ম, সংস্কৃতি ও বিজ্ঞান শিক্ষাও সংকুচিত করা হয়েছে। ডিভাইস নির্ভর শিক্ষাব্যবস্থা চালু হওয়ায় শিশু এবং কিশোর শিক্ষার্থীরা ব্যাপকহারে অনৈতিকতার দিকে ধাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তাই তিনি নতুন শিক্ষা কারিকুলামকে বাংলাদেশের বোধ-বিশ্বাস ও সংস্কৃতির আলোকে এবং জাতীয় মনস্তত্ব বিবেচনায় নিয়ে সংস্কারের দাবি জানান।
তিনি আরো বলেন, ট্রান্সজেন্ডার এক ধরনের মানসিক বিকৃতি। বাংলাদেশের হাজার বছরের চর্চিত ইসলাম বিধৌত বাঙালি বোধ-বিশ্বাস ও সংস্কৃতি এবং প্রকৃতি বিরোধী একটি এজেন্ডা। ট্রান্সজেন্ডার ঈমান ও সমাজ বিধ্বংসী একটি শয়তানি অপচেষ্টা। পশ্চিমা কালচারকে এদেশে বাজারজাত করতেই এমন বিকৃত মানসিকতাকে বাংলাদেশে বৈধতা দেয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে একটি কুচক্রী মহল।
তিনি আগামী ৭ জানুয়ারি অবৈধ আওয়ামী সরকারের পাতানো নির্বাচনে বাংলাদেশের সচেতন শিক্ষার্থীদেরকে ভোটকেন্দ্রে না গিয়ে ভোট বর্জন করার আন্তরিক আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী সদর থানা ও শহর শাখার নেতৃবৃন্দ।