নির্বাচনে অংশ নেওয়া ইসলামি রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের তিন প্রধান নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসলামী ঐক্যজোট ১১৪টি আসনে এবং খেলাফত আন্দোলন ৩০টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে। এর মধ্যে শেষ পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
তবে দুটি দলের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ নির্বাচন করছেন না। তবে দলের গুরুত্বপূর্ণ আরেক নেতা যুগ্ম মহাসচিব আলতাফ হোসাইন কুমিল্লা-২ আসন (হোমনা-মেঘনা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অন্যদিকে খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জী মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ইসলামপন্থী দল ১১টি। এর মধ্যে ৫টি দল কওমি মাদ্রাসাকেন্দ্রিক। দলগুলো হলো বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ইসলামী ঐক্যজোট। এই পাঁচ দলের মধ্যে খেলাফত আন্দোলন ও ইসলামী ঐক্যজোট ছাড়া আর কেউ নির্বাচনে অংশ নিচ্ছে না।
নির্বচনে অংশ নিচ্ছেন না চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশও। তারা গত ২৮ নভেম্বর বিএনপিসহ প্রায় সকল বিরুধী দলের সিনিয়র নেতাকর্মীদের নিয়ে “জাতীয় সংলাপে’র” আয়োজন করে নির্বাচনে অংশ না নিয়ে সরকার বিরুধী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তাদের ফ্যাসিবাদ বিরুধী এ আন্দোলনে সকল রাজনৈতিক দলের নৈতিক সমর্থন কামনা করেন।