মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে উপজেলা ছাত্রলীগের আয়োজনে জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপির সহধর্মিণী মরহুমা ফিরোজা আমু’র ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ লা নভেম্বর ) উপজেলা কেন্দ্রীয় মসজিদে যোহর নামাজ বাদ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান, উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান,পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক হেসেন,উপজেলা যুবলীগের আহবায়ক মো. মামুন তালুকদার মামুন তালুকদার ও যুগ্ম আহবায়ক সৈয়দ শাওন ইসলাম বাবু, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার ইউপি চেয়ারম্যানগণ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক সরদার ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রিন্স,পৌর ছাত্র লীগের সভাপতি সালমান হোসেন কাওসার,এছাড়াও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ছাত্র লীগের নেতাকর্মী প্রমুখ।
পরে আছরের নামাজ বাদ উপজেলা যুবলীগের আয়োজনেও দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোঃ আবু সালেহ।