মুহাম্মাদ ফরহাদ মোল্লা, খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলার ৫নংঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামের মৃত সরোয়ার শেখের ছোট ছেলে মুহাম্মদ ইকবাল শেখ ৩৮ নিয়মিত সকালে কাজের উদ্দেশ্যে নিজ ঘেরে বের হয়। সারাদিন কাজ করে আসার পথে সন্ধ্যার দিকে একই এলাকার মৃত সৈয়দ মোল্লার ছেলে মুহাম্মদ যের মোল্লার মৎস ঘেরে শসা ক্ষেতে ইঁদুর নষ্ট করে দেওয়ার তরুণ ইদুর মারার জন্য বিদ্যৎ ছড়িয়ে রাখে ।
মৃত ইকবাল শেখ বাড়ি ফেরার পথে মুহাম্মাদ যের মোল্লা ঘেরের ভেড়িতে আসলে তখন বিদ্যু স্পষ্ট হয়ে মৃত্যুবরণ করে পড়ে থাকে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা পরবর্তীতে সারাদিন তাকে খুঁজে না পেয়ে তার বাসার লোকেরা তার বড় ভাইয়ের কাছে ফোনে যোগাযোগ করে করে বলে ইকবাল শেখ কে খুঁজে পাওয়া যাচ্ছে না
তখন ফোনে খবর পেয়ে তার বড় ভাই মোদাসের শেখ ৪৫ তার স্ত্রীকে নিয়ে রাত আনুমানিক এগারোটার সময় খুঁজতে গেলে তখন তার ভাইকে মুহাম্মাদ য়ের মোল্লার মৎস ঘেরে পড়ে থাকতে দেখে ভাইকে জড়িয়ে ধরে তখন তিনিও কারেন্টে জড়িয়ে পড়ে তখন দুই ভাইকে জড়াজড়ি করতে দেখে ডাকাডাকি করে দুইজন একসঙ্গে জড়িয়ে ধরে তখন তার স্ত্রী বুঝতে পারে বিদ্যুতের ধরেছে তখন তার স্ত্রী যে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেয়।
সাথে সাথে আশপাশের জনসাধারণ মিলে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পোসমাডাম এর জন্য পাঠানো হয়।
এই মৃত্যুতে একই পরিবারের দুজনের মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।