সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পোস্ট দেওয়ায় সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আহ্বান জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। রবিবার (২০ আগস্ট, ২০২৩) চবি উপাচার্য শিরীণ আখতারকে চিঠিটি দেওয়া হয়। অভিযুক্ত শিক্ষক বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের পিটস্বার্গের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।
গত ৩০ জুলাই ফেসবুকে #StepDownHasina লিখে পোস্ট করেন চবি সমাজতত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মাইদুল ইসলাম।
চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল হকের সই করা চিঠিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে এবং সরকারের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন কুৎসা রটিয়ে আসছেন মাইদুল ইসলাম। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামে কুৎসা রটনাসহ আপত্তিকর পোস্ট প্রদান করেন যা বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক হিসেবে চরম অসদাচরণের শামিল। এতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা, শৃঙ্খলা ও সংবিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।