আজ ২০ই আগষ্ট রবিবার রাজধানীর পুরানা পল্টন এর আইসিএবি মিলনায়তনে সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ এর সভাপতিত্বে ও সর্বদলীয় ছাত্র ঐক্য-এর প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর কেন্দ্রীয় সভাপতি পরিষদ এর সদস্য মুহাম্মাদ কামাল উদ্দীন এর সঞ্চালনায় বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন রিপন, ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোঃ মাসুদ রানা জুয়েল, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোঃ খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ এর কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখী, মুসলিম ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মোঃ নূর আলম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি নাহিদ উদ্দিন তারেক, বাংলাদেশ ছাত্র পক্ষের সদস্য সচিব আশরাফুল ইসলাম, ভাসানী ছাত্র পরিষদের সদস্য সচিব মোঃ ফাইজুল্লাহ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের যুগ্ম আহবায়ক বান্দা মুহম্মদ ইমদাদুল্লাহ প্রমূখ।