নাদের চৌধুরী,ফেনী জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক সেবা সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রাল উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করলো।
এলক্ষ্যে ফেনী সেন্ট্রাল ‘ফ্রী পোনা-২০২৩’ কর্মসূচি হাতে নেন। ফেনীর লস্করহাট রশিদিয়া মাদ্রাসা সংলগ্ন কালিদাস পাহালিয়া নদীতে এই পোনামাছ অবমুক্ত করা হয়। বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ শতাধিক পোনামাছ এই তালিকায় ছিল। উক্ত প্রোগ্রামের মাধ্যমে উন্মুক্ত জলাশয়ে মাছের পরিমাণ বৃদ্ধি করে স্থানীয় জনগণের আমিষের চাহিদা পূরণ করাই হলো অন্যতম লক্ষ্য।
রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের সভাপতি রোঃ মোঃ সালাহ উদ্দিনের সভাপতিত্বে প্রোগ্রাম চেয়ারম্যান আবু নাছির জুয়েলের ব্যবস্থাপনায় উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের ডিআরআর শরিফুল ইসলাম অপু, দৈনিক নয়াপয়গাম এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আফতাব উদ্দিন, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের পাস্ট প্রেসিডেন্ট ডিডিআরআর রোঃ সাহাব উদ্দিন ভুঁঞা, পাস্ট প্রেসিডেন্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোঃ তানভীর রহমান রায়হান, আইপিপি জেড.আর রোঃ জিয়া উদ্দিন আহমেদ বাবলু, বর্তমান ক্লাব সেক্রেটারী রোঃ শহীদুল ইসলাম সুমন, জয়েন্ট সেক্রেটারী রোঃ শাহাদাত হোসেন, সার্জেন্ট অ্যাট আর্মস রোঃ মানিক হোসেন, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোঃ আব্দুল আলিম রাসেল, মেহেদি হাসানসহ প্রমুখ।