নাদের চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনী জেলার ইতিহাস ঐতিহ্য হাজার বছরের সাক্ষী ফেনী সরকারি কলেজ প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ হলো। ১০০ পেরিয়ে পা দিয়েছে ১০১ এ ঠিক এই সময়টাতে নিজ কলেজের সামনে কলেজের ছবি এঁকে নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন জান্নাত।
মানুষের অদম্য সাহস আর শক্তি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। শক্তি রেখে যারা চলে সফলতা তাদের দুয়ারে হানা দেয়। বলছিলাম ফেনীর দক্ষিণ কাশিমপুরে জানে আলম সাহেবের মেয়ে জান্নাতুল ফেরদৌস এর কথা। বেড়ে ওঠা চট্টগ্রাম হলে ও সময়ের তাকিদে আবার ফিরেছেন শহরে এসএসসির পর আগ্রহ হয় আঁকা জোকার প্রতি। সেই শখ থেকে অনলাইন থেকে শিখেছেন রং তুলির ছোঁয়াতে ছবি আঁকা। সামনের যেকোনো দৃশ্যকে তুলির ছোঁয়াতে তুলে ধরেন হুবহু। ২০২০ সালের সারা বিশ্ব যখন করোনা মহামারির প্রভাবে ঘরবন্দি। ঠিক সেই সময়টাকে কাজে লাগিয়ে নিজের দক্ষতাকে আরো বাড়িয়ে পেইন্টিং জগতে নতুন পদচারণা শুরু করলেন। ছোটকাল থেকে মাদ্রাসার পড়াশোনা নিয়ে বেড়ে উঠে জান্নাত চট্টগ্রামের নুরিয়া মাদ্রাসা দাখিল দেওয়ার পর ফেনী ফালাহিয়া কামিল মাদরাসায় আলিম শেষ করে ফেনী কলেজে অনার্সে ভর্তি হয়। বর্তমানে সে ফেনী সরকারি কলেজে ডিগ্রী প্রথম বর্ষে অধ্যায়নরত।
ফেনী কলেজ এর ছবি আঁকা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ফেনীর অন্যতম ঐতিহ্যবাহী ফেনী কলেজ ১০০ বছর পূর্ণ করেছে, আমি এই কলেজেরই শিক্ষার্থী। তাই নিজের প্রিয় কলেজকে স্বপ্নের তুলিতে আঁকতে আমার আগ্রহ হয়। আশেপাশের অনেকের পরামর্শ নিয়ে শুরু করি।
জান্নাতের সাথে কথা বলে জানা যায় তার অদম্য সাহস আর ইচ্ছে শক্তি ও নানান প্রতিকূলতার ও নিয়মিত পড়াশোনার মধ্য দিয়ে তাকে এ পথ পাড়ি দিতে হয়েছে। পরিবারের সাপোর্টের কথা জানতে চাইলে বলেন, আগে পরিবারের সাপোর্ট না থাকলেও এখন পরিবার তার পাশে আছেন। তার এগিয়ে যাওয়ার জন্য তারা তাকে সাহস দিয়ে যাচ্ছেন।
জান্নাত দেশকে নিয়ে স্বপ্ন দেখে সে ছবির তুলিতে দেশকে আঁকতে চায়। দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন ভাবে পেইন্টিং এর মাধ্যমে আলাপ করিয়ে দিতে চায় এ প্রজন্মকে।
ফেনী কলেজের বিভিন্ন শিক্ষার্থী ও তার সহপাঠীদের সাথে আলাপকালে জানা যায়, নিজ কলেজের সামনে কলেজের ছবি আঁকাটা দারুন ব্যাপার। এমন প্রতিভা আরো বিকশিত হোক। জান্নাত যথেষ্ট মেধাবী ছাত্রী সবার কামনা সে যেন আরো এগিয়ে যায় পেইন্টিং জগতে।