রফিকুল ইসলাম, স্পোর্টস প্রতিনিধি: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে পৌঁছে গেছে ২০২৩ ODI বিশ্বকাপ ট্রফি।
গতকাল (৬ আগষ্ট ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা সাথে সংবাদ কর্মীদের ভিড় উদ্দেশ্য একটাই কখন আসবে বিশ্ব কাপ ট্রফি। দীর্ঘ অপেক্ষার প্রহর ভেঙ্গে রাত ১১.৩০ মিনিটে আইসিসি প্রতিনিধিদল নিয়ে এলো স্বপ্নের সোনালী ট্রফি ।
ট্রফি টি আজ ৭ আগষ্ট থেকে ৯ আগষ্ট বাংলাদেশে অবস্থান করবে ।
ট্রফিটি ঘিরে রয়েছে নানা আয়োজন ।
ট্রফিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আজ পদ্মা সেতুতে ফটোসেশনের মধ্যে দিয়ে।
৮ আগষ্ট ট্রফিটি রাখা হবে হোম অফ ক্রিকেট মিরপুরে। মিরপুরে সকাল ৯-১২ পর্যন্ত জাতীয় নারী ও পুরুষ দল , বর্তমান ও সাবেক ক্রিকেটার, বিসিবি কর্মকর্তা এবং সংবাদ কর্মীদের জন্য ট্রফি দেখার ব্যবস্থা থাকবে ।
৯ আগষ্ট সকাল ১১ থেকে রাত ৮ টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য বসুন্ধরা সিটি শপিং মলে ট্রফিটি প্রদর্শন করা হবে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষ ট্রফির সঙ্গে ছবিও তুলতে পারবেন।
আগামী ৫ আগষ্ট থেকে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ এবারের আসর । চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।
এস.আই/