এইচ এম মাহমুদ হাসান: চলমান ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে স্থানীয় সাংসদ, কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো: আতিকুল ইসলামের নেতৃত্বে ৫০ নং ওয়ার্ডে সিটি করপোরেশনের পক্ষ থেকে কিন্ডারগার্টেন ও প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আর্ট বুক ও লিফলেট করা হয়েছে ।
আজ সোমবার ৩১ শে জুলাই’২৩ সকাল ১০টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্কুলে স্কুলে শিক্ষার্থীদের মাঝে ‘মশার কামড় ক্ষতিকর’ শীর্ষক সচেতনতামূলক কার্টুন বই বিতরণ এবং ৫০ নং ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসানের সভাপতিত্বে ও ৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর ডিএম শামিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
চলমান ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধ বিশেষ সভা অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন,
রোদ বৃষ্টি- মশার বংশ বিস্তারের জন্য উপযুক্ত সময়। তাই তিন দিনের মধ্যে একদিনে জমা পানি ফেলে দেওয়ার আহ্বান জানান।
মেয়র বলেন, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে, বাসা-বাড়ির আঙ্গিনায় কোথাও পানি জমে থাকছে কি না। ফুলের টব, খালি বোতল, দই আইক্রিমের কাপ, পরিত্যাক্ত টায়ার, কমোড ও বিভিন্ন কৌটায় পানি জমে মশা বংশবিস্তার করে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিএনসিসির
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনারেল এ.কে.এম শফিকুর রহমান, ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোতালেব মিয়া, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।