এইচ এম মাহবুবুর রহমান,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: রোড এক্সিডেন্টে রবের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সোনাপাতিল গ্রামের তরুণ ইসলামিক আলোচক এইচ সাব্বির আহমেদ উসমানি।
জানা যায়, শনিবার সকালে নিজ কর্মস্থল সিরাজগঞ্জ রোডস্থ চড়িয়া শিকারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ পড়িয়ে মোটরসাইকেল চালিয়ে শশুর বাড়ি সিরাজগঞ্জের কান্দাপাড়ার দিকে রওয়ানা করে নলকা ব্রিজ পাড় হয়ে কোনাবাড়ি নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত গাড়ি এসে সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় স্থানীয় লোকজন উপস্থিত হয়ে হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃত ব্যক্তির লাশটি উদ্ধার পরবর্তী সনাক্ত করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার সভাপতি এইচ এম মাহবুবুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি প্রকৌশলী মুহাম্মদ আব্দুল বারী। নেতাদ্বয় এইচ সাব্বির আহমেদ উসমানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, ‘আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তার পরিবার পরিজনকে সবরে জামিল দান করেন।
সেই সঙ্গে আগামী শুক্রবার বাদ জুমা মরহুমের রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল আয়োজনের ঘোষণা করেন।
মরহুমের জানাজা নামাজ বাদ আছর তার নিজ গ্রামে(আমসাগর,সোনাপাতিল,তাড়াশ,সিরাজগঞ্জ) অনুষ্ঠিত।