নাদের চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় উপদেষ্টা ও লক্ষীপুর কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ বলেন, দেশ এখন চতুর্মুখী সংকটে নিমজ্জিত। সময় যত গড়াচ্ছে সংকট তত ঘনিভূত হচ্ছে। দ্রব্যমূল্যের বেসামাল উর্দ্ধগতি, বিদ্যুৎ, ডলার, রিজার্ভ সংকট এবং বেকারত্বের অভিশাপ ও জন-নিরাপত্তাহীনতার পেছনে সকল দায় এই বিনাভোটের সরকার। জনতার অধিকার ফিরিয়ে আনতে এই সরকারের পতনের বিকল্প নাই। অবৈধ সরকার-ই এখন দেশের প্রধান সংকট। তাই সংকট মোকাবেলায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার বিকেলে ফেনী শহীদ মিনার চত্বরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা সভাপতি মুফতি সালাহুদ্দীন আইয়ুবী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ হাসান চৌধুরী ও যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ আল শামিম এর যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।
প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ একটি গতিশীল সংগঠন। দেশের আদর্শ যুবকদের প্রধান প্রতিনিধিত্বকারী সংগঠনে পরিণত হয়েছে। পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে দূর্বার গতিতে এগিয়ে চলছে। ফ্যাসিবাদী শক্তির মোকোবেলায় ইসলামী যুব আন্দোলনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভুঞা, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা মীর আহমদ মীরু, ফেনী জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী, ইসলামী যুব আন্দোলন ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মাদ আতাউল্লাহ কবীর ভুঁইয়া, অর্থ সম্পাদক মুফতি জিয়াউর রহমান ফারুকী, দপ্তর সম্পাদক মাওলানা ইয়াকুব বিন ইউসুফ, ছাত্র আন্দোলন ফেনী জেলা সভাপতি এইচ এম নুরুজ্জামান, যুব আন্দোলন সোনাগাজী উপজেলা সভাপতি এম এম আবদুল আলী, দাগনভূঞা উপজেলা সভাপতি মাওলানা সরওয়ার হোসাইন, সদর উপজেলা সভাপতি মাওলানা ইবরাহীম আজিজী, পরশুরাম উপজেলা সভাপতি ক্বারি আবদুল্লাহ, ফুলগাজী উপজেলা সভাপতি মুফতি আবদুল মালেক মাহমুদী প্রমুখ।
এস.আই/