ফেনী শহর প্রতিনিধি: সমাজের সর্বস্তরে ক্রমেই অশান্তির আগুন জ্বলছে। মানুষ বিভিন্নভাবে অশান্তিতে দিনাতিপাত করছে। নৈতিকতা বির্বজিত সমাজ ব্যবস্থা আমাদের সমাজকে চারিত্রিকভাবে ধ্বংস করে দিচ্ছে। ফলে কোথাও সুখ-শান্তি নেই। মানুষ ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণেই অশান্তির কবলে নিপতিত হচ্ছে।
বিশ্বের যেখানে যতটুকু শান্তি আছে তা কেবল ইসলামের জন্যই আছে। ইসলাম মানেই শান্তি। কাজেই ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম বুধবার বিকাল ৪টা টা থেকে শহরের রেলগেইটস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা-এর উদ্যোগে প্রবাসীদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আই এ বি প্রবাসী ফোরামের সভাপতি মাওলানা মীর আহমদ মীরু বলেন , যাদের সম্পদ আছে তাদের সম্পদ ইসলামের স্বার্থেই ব্যবহার করতে হবে। নিজেদের সম্পদ ইসলামের উপকারে না আসলে এ সম্পদের কোন মূল্য নেই। কাজেই ইসলাম প্রতিষ্ঠায় সাহাবায়ে কেরামের নমুনা স্থাপন করতে হবে।
জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা কে এম বেলাল হোছাইন পাটোয়ারী এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি শায়খ মাওলানা হারুন, জেলা আন্দোলনের সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদ,সৌদি আরব মক্কা মহানগর সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান তামিম, আইএবি প্রবাসী ফোরামের সদস্য মাওলানা আব্দুল মোমিন, মাওলানা নুরুল আমিন ভুঁইয়া, মাওলানা জোবায়ের হাজারী, মাওলানা সামছুল হক ভূঁইয়া, মাওলানা মফিজ সিদ্দিকী, মাওলানা আব্দুল মতিন, আতাউর রহমান মারুফ, মাওলানা ওমর ফারুক, মাওলানা মজিবুল হক ভূঁইয়া, শরিফুল ইসলাম, হাফেজ আব্দুর রহমান, আহমদ উল্লাহ ফুয়াদ । জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা নুর মোহাম্মদ আজমী,যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এইচএম নুরুজ্জামান সাধারণ সম্পাদক এ এইচ ফোরকান সহ প্রমুখ নেতৃবৃন্দ।