মুহাম্মাদ ফরহাদ মোল্লা, খুলনা প্রতিনিধি: বুধবার বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা কার্যালয়ে উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুস সাত্তার হালদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ এর পরিচালনায় রুপসা উপজেলা কার্যালয়ে জাতীয় শিক্ষক ফোরাম, ওলামা মশায়েখ আইয়াম্মা পরিষদ ও ইসলামী শ্রমিক আন্দোলন রূপসা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটি গঠনে সেলিম সরদারকে সভাপতি মাওলানা তাওহিদুল ইসলাম মামুনকে সেক্রেটারি করে ইসলামী শ্রমিক আন্দোলনের কমিটি গঠন করা হয়।
মুফতি মিজানুর রহমানকে সভাপতি ও মাওলানা আব্দুস সালামকে সেক্রেটারি করে জাতীয় শিক্ষক ফোরামের কমিটি গঠন করা হয়।
মাওলানা মাসুদুর রহমান রউফি কে সভাপতি ও মাওলানা মিজানুর রহমানকে সেক্রেটারি করে উলামা মশায়েখ আইয়াম্মা পরিষদের কমিটি গঠন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, আশরাফুল ইসলাম বিশ্বাস, মাওলানা মুফতি মিজানুর রহমান, মাসুদুর রহমান রফিক। হাফেজ দেলোয়ার, খাইরুল ইসলাম, পারভেজ, লিমন, আলী হায়দার, মাওলানা নাজমুস সাকিব, নাসরুল্লাহ, রাতুল, সাকিব, প্রমুখ নেতৃবৃন্দ