আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। একইদিনে ‘শান্তি সমাবেশ’র ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের তিন অঙ্গসংগঠন। তার একদিনের মাথায় এবার ইসলামী আন্দোলন বাংলাদেশেও ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে। তবে, তিনটি দলই রাজধানীতে পৃথক স্থানে সমাবেশ করবে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৭ জুলাই দুপুর ২টায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ করবে তারা।
সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশ করার সিদ্ধান্ত দিয়েছে দলটি।
এর আগে, গত ২২ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশ’ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার পতনে আগামী ২৭ জুলাই দুপুর ২টায় ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশ করা হবে।
মহাসমাবেশের জন্য নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনের সড়ক অথবা সোহরাওয়ার্দী উদ্যানের যে কোনো একটির জন্য অনুমতি চেয়ে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছে বিএনপি।
এদিকে, একইদিনে ‘শান্তি সমাবেশ’র ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াত দেশবিরোধী শক্তি। তাদের হত্যা-ষড়যন্ত্র, নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সংঘাতমূলক অবস্থা সৃষ্টি করতেই তারা বিএনপির কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে, যা কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকারকে সমস্ত দায়-দায়িত্ব বহন করতে হবে।