নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন রাজশাহী অঞ্চলের মানুষ নিরাপদ ছিলো না। মুক্তিযুদ্ধ ছিলো না বলেই রাজশাহীতে জঙ্গিবাদ কায়েম করা হয়েছিল। জঙ্গিরা রাজশাহী পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছিলো। মুক্তিযোদ্ধারা যেখানে দাঁড়িয়ে থাকে অপরাধীরা কখনো সেখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।
রবিবার (২৩ জুলাই) সকাল ১০ টা থেকে শুরু হওয়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী ও নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যারা জড়িত তাদের শতভাগ আওয়ামী পরিবারের সন্তান। সকলেই মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে।
তিনি আরো বলেন বিভিন্ন সংকটের মধ্যে দিয়ে যেমন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের অগ্রগতি যেমন থেমে থাকেনি তেমনিভাবে বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি থেমে থাকেনি।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা।