রবিউল ইসলাম রেজা,ক্যাম্পাস প্রতিনিধি: রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ বিএনসিসি ক্যান্টিজেন এর আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ও মশক নিধন অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।
নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি এই স্লোগান সামনে রেখে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগীতায় এই কার্যক্রম পরিচালনা করা হয় এতে উপস্থিত ছিলেন কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম, তিনি এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের আরো সচেতন হওয়ার জন্য আহ্বান করেন, তিনি বলেন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সবারই উচিত।
আরো উপস্থিত ছিলেন মাননীয় উপাধ্যক্ষ ডক্টর খালেদা নাসরিন, উপস্থিত ছিলেন বিএনসিসি ক্যান্টিজেন এর পরিচালনা পরিষদ ও ক্যাডেট সদস্যগণ।